বিনোদন

সমাজে পুরুষরাও নারীদের অত্যাচারের শিকার, ভাস্বতী রায় পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “অনুচ্চারিত” ট্রেলার মুক্তি পেল

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ৩০শে মে ২০২৩ : আমাদের চারপাশে এমন হাজারও ঘটনা প্রতিদিন ঘটে, যা আপাতদৃষ্টিতে দেখলে হয়তো মনে হয়, এটাই সঠিক। এমনটাই তো হওয়া উচিত। নানা ঘটনার বিচারও হয়তো খানিক সমাজের দৃষ্টিভঙ্গিতেই হয়। আইনের বলে বলীয়ান হয়ে একদল কখনও কখনও এগিয়ে থাকে সব দৌড়ে, আর একদলের কপালে শুধুই জোটে বঞ্চনা। সিনেমার পটভূমিতে ছকভাঙা তো আমরা দেখি, তবে এ যেন খানিক নিয়মের বেড়াজাল ভেঙে আরও অনেকটা এগিয়ে যাওয়া। ভাস্বতী রায়ের পরিচালনায় এমনই এক ‘না-বলা’ কথা এবার উঠে আসবে পর্দায়।ভাস্বতী রায় অরিজিনালস প্রযোজিত ছবিটির নাম ‘অনুচ্চারিত’। যে ছবি পুরুষের জীবনের নানা ওঠাপড়া তুলে ধরলেও, এক নারীর হাতেই ফুটে উঠবে এই সমাজের একেবারে অন্য কাহিনি। গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা সবটাই তাই নিজের কাঁধেই তুলে নিয়েছেন ভাস্বতী। মনের মতো করে এ স্বপ্নের বুনট আঁকবেন তিনি। গতেবাঁধা গল্পের বাইরে পর্দায় ধরা দেবে কিছু অনুচ্চারিত জীবনের গল্প।এ বিষয়ে ভাস্বতীদেবী বলেন, “এ ছবির মাধ্যমে মূলত যা তুলে ধরা হয়েছে তা হল, সবসময়ই মেয়েদের প্রতি অত্যাচার, শোষণ এগুলোই তো আমরা তুলে ধরতে ব্যস্ত থাকি। তা নিয়ে প্রতিবাদ, মিটিং, মিছিল সেগুলো তো চলছেই। এবং যা হয় সবটাই সত্যিই ভীষণ সঙ্গত কারণেই হচ্ছে। এ নিয়ে কোনও দ্বিধা নেই আমার। কিন্তু, পাশাপাশি আজকের সমাজে পুরুষরাও বহুক্ষেত্রে নিপীড়িত।

সেটা সংসারে হোক বা কর্মস্থলে। আর এই গল্পগুলিই খুব বেশি প্রকাশ্যে আসছে না। আইনের কারণেই হোক বা সহানুভূতির জায়গা থেকেই হোক- পুরুষদের কথাগুলো আড়ালে থেকে যাচ্ছে কোথাও একটা।একটা গল্পের মধ্যে দিয়ে পুরুষদের প্রতি যে অন্যায় হয়েছে বা প্রতিমুহূর্তে হচ্ছে, তা তুলে ধরাও যে সম্ভব সেটা বুঝিয়ে দিয়েছেন অনেকেই।

প্রতিহিংসা কোন জায়গায় যেতে পারে সেটা তুলে ধরার জন্য একটা ছোট্ট বিষয় এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালকের কথায়, “একজন পুরুষের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য তাঁর ওপর অ্যাসিড অ্যাটাক করা হয়। এই দৃশ্য এ সমাজে অনেক সময়ই কারও চোখে পড়ে না। কিন্চু, সেটাই যে তুলে ধরতেই হবে।” তুহিন মুখোপাধ্যায় এই পুরুষ চরিত্রটিতে অভিনয় করেছেন। এবং মেয়েটির চরিত্রে সুলগ্না মুখোপাধ্যায়। এবং ছেলেটির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন লাভলি দেবনাথ। মেয়েটির বাবার চরিত্রে ডাঃ গৌতম সাহা।

Casting : Tuhin Mukherjee, Sulagna Mukherjee, Dr. Gautam Saha, Lovely Debnath, Dr. Subhartha Dutta, Ranojit Lal Das, Subhankar Khamaru, Ruby Ganguly, Mitali Parui, Bibasman Sarkar, Anirudha Basu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *