You cannot copy content of this page. This is the right with takmaa only

একটা মিষ্টি ত্রিকোণ প্রেমের মধ্যেও ভুল সিদ্ধান্তের সাথে রোমাঞ্চ নিয়ে প্রদীপের ছবি “লাভার” শুটিং নভেম্বরে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৩শে অক্টোবর ২০১৯ : লাভার ২ জন দুরন্ত প্রেমীর গল্প যেখানে মূল চরিত্রে অভিনয় করেছে নবাগত রুদ্র এবং নবাগতা মউলী। রুদ্র সাধারণ ঘরের গুনি ছেলে নাচ যার প্রান জীবনের একটাই ইচ্ছে বাংলার সেরা ডান্সার হবে। মউলী বড়লোক রাজনৈতিক নেতার আদরের মেয়ে কয়েক বছর ধরে বাবার প্রভাব খাটিয়ে নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন । কিন্তু এবছর কি পারবে মউলী জিততে? এখান থেকেই শুরু হয় রুদ্রা এবং মউলির মিষ্টি প্রেমের গল্প যা নিয়ে ছবি “লাভার”।জে আর ফিলমস প্রযোজিত নাচে গানে আর অ্যাকশানের জম্পেশ মিশেল হল “লাভার”।

ছবিতে নির্দেশনা দিয়েছেন প্রদীপ বিশ্বাস। গল্প ও চিত্রনাট্য প্রদীপ বিশ্বাস। ছবিতে ৪টে গান আছে যা গেয়েছেন প্রিয়া ভট্টাচার্য (মুম্বাই), ভিকি খান (মুম্বাই), অভিজিৎ দত্ত, অভিষেক দেব রায়, কাজল রমহান ও সুস্মিতা গোস্বামী এবং সুর দিয়েছেন মুম্বাই খ্যাত সুরকার জয়ন্ত দে।ছবিতে অভিনয় করছেন বিশ্বজিত চক্রবর্তী, ভাস্কর চট্টোপাধ্যায়, সন্দীপ সেনগুপ্ত, সান্তনা বসু সহ অনেকে। সাম্প্রতিক লেক টাউনের এক রেকর্ডিং স্টুডিওতে গিয়ে হাজির হতেই আলাপ হল বাঙালি হলেও প্রবাসী প্রিয়া ভট্টাচার্য ও ভিকি খানের সাথে। প্রিয়া জানান, বাংলাতে বড় হওয়া ঠিক কথা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে আজ মুম্বাইতে। একই কথা শোনা গেল ভিকির মুখ থেকেও। প্রিয়া জানান, অনেকদিন পর আবার বাংলা সিনেমায় গান গাওয়ার সুযোগ পেয়ে বেশ ভাল লাগছে। বহু বছর আগে বাংলায় অনেক সিনেমায় গান গেয়েছি কিন্তু সাম্প্রতিক মুম্বাইতে কাজের চাপে সেভাবে বাংলায় এসে গান গাওয়া হয় নি। ভিকি মুম্বাইতে নিজেই গানের অ্যারেঞ্জমেন্ট করছে। নির্দেশক প্রদীপ বিশ্বাস বলেন, “লাভার” একটা ত্রিকোণ প্রেমের গল্প।

একটা মেয়েকে ঘিরে দুটি যুবকের দ্বন্দ্ব রয়েছে এই ছবিতে। মূলত বাংলা ছবিতে একই গল্পকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা হয়। তবে আমার এই ছবিতেও একদিকে সেরকমই লাগবে কারণ এক ফুল দ মালি, মানে ভাবনা এক হলেও আমি বলবো এই ছবিতে স্বাদটা হবে ভিন্ন। এখানে প্রেমের যন্ত্রণা ও বিদ্রোহ দেখানো হয়েছে।দূর্গা পুজো শেষ হয়ে গেলেও আমার ছবিতে পুজোর পর মুক্তি পেলেও পুজোর ছোঁয়া থাকবে।আমার ছবিতে দেখানো হবে জীবনে আমরা কত ভুল করি। যে কোন সম্পর্কের পিছনে বন্ধুত্ব থাকে, আর প্রেম থেকে বন্ধুত্ব অনেক সুদৃঢ় হয়ে থেকে কিন্তু তার মধ্যেও ঘাত প্রতিঘাত থাকে। একটা প্রেমের পিছনে কত ধরনের ভুল সিধান্ত থাকে তাই তুলে ধরা হয়েছে। সেই ভুল সিধান্ত বাবা-মা-এর থেকে হতে পারে আবার বন্ধুত্বের মধ্যেও হতে পারে আবার সবার বাইরে গিয়ে বহিরাগতদের কারণেও হতে পারে। এই ছবি দেখলে দর্শক নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাবে।শুটিং হবে কলকাতা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়।শুটিং শুরু হবে নভেম্বর মাসে। এদিন ছবির চারটে গান রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। প্রচারে কিউভাইস।

বিশেষ উল্লেখ্য : পাঠকেরা অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে (abptakmaa news) চোখ রাখুন দেখতে পাবেন মুম্বাই গায়িকা প্রিয়া ভট্টাচার্য ও ভিকি-র সাক্ষাৎকার এবং দেখতে পাবেন এই ছবির নতুন দুই নায়ক ও নায়িকার সাক্ষাৎকার। শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *