সাংসদ মিমি প্রকাশ্যে না থাকলেও সাংসদ প্রতিনিধি দলের প্রধান অনির্বান তাঁর অনুপস্থিতি অনুভব করতে দিচ্ছে না, মানুষের অসহায়তাকে মোকাবিলা করছে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৫ই মে ২০২০ : যাদবপুর লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী বিদেশ থেকে ফেরার পর থেকে আইসোলেশনে বাড়িতেই আছেন। কিন্তু তাতে কি, এর জন্য কিন্তু লোকসভা কেন্দ্রের কোন কাজ থেমে নেই। বাড়িতে বসেই তিনি সব কাজ তদারকি করছেন, করোনার কারণে অসহায় মানুষের কথা ভাবছেন। তাদের সাহায্য করার চেষ্টা করছেন যা কোনদিনও যাদবপুরের মানুষ দেখে নি কারণ তাঁরা এতদিন সাংসদকেই চোখে দেখে নি তো মানুষের জন্য কাজ! এবার মিমিকে সাংসদ হিসাবে পেয়ে সকলেই খুশি। আর সাংসদ খুশি তাঁর অভিজ্ঞতা সম্পন্ন আপ্তসহায়ক অনির্বান ভট্টাচার্যকে পেয়ে।নিরলসভাবে এক হাতে গোটা লোকসভার কাজ সামলাচ্ছেন। কি উন্নয়ন, কি সাহায্য, কি স্বাস্থ্য পরিষেবা আর কি পরিযায়ী শ্রমিক ফেরানো থেকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য বিপদ্গ্রস্থ মানুষকে সাহায্য করা।যেটাই হোক হাসিমুখে দৃঢ়তার সাথে করে যাচ্ছেন।সাংসদের অনুপস্থিতি কাউকে বুঝতেই দিচ্ছেন না। অনির্বানের কথায় সাংসদের কোন ত্রুটি হতে দেবো না। কেউ সাংসদের নামে কিছু বলবে সেটা আমার অপমান, আমার লজ্জা, আমার ব্যর্থতা।সেটা কখনই মেনে নেবো না।
সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ মিমি চক্রবর্তীর সহযোগিতায় সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নং ওয়ার্ডে দক্ষিণ শ্রীপুর বোড়াল সংগ্রামী স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে ১৫০ জন পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দে, স্টুডেন্ট ক্লাবের সভাপতি মানিক দাস, স্টুডেন্ট একাডেমীর সম্পাদিকা দীপ্তি কর এবং সাংসদ প্রতিনিধি দল থেকে সবাই। এই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে মানুষজন সাংসদকে ধন্যবাদ জানায়। সাংসদও আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন আপনারা সকলে ঘরে থাকুন ও সুস্থ থাকুন।সমগ্র অনুষ্ঠানটি অনির্বান একাই সামলেছেন।