স্বাস্থ্য

বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশণের শতবর্ষ উদযাপিত

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই জানুয়ারি ২০২০ : বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন (বিসিডিএ), পশ্চিমবঙ্গে ৪০,০০০ সদস্যের সমন্বয়ে সাম্প্রতিক কলকাতার নজরুল মঞ্চে শতবর্ষ কর্মসূচী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন”। তারা তাদের কর্মসূচীর মধ্যে প্রধান উদ্যোগ নেয় “মানবতার সেবা”-র বিভিন্ন সামাজিক পদক্ষেপের মধ্যে অন্যতম রক্তদান শিবির, নিখরচায় মেডিক্যাল চেকআপ ক্যাম্প, বিভিন্ন হাসপাতালে রোগীদের ফল বিতরণ, আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বস্ত্র বিতরণ, ডেঙ্গু নির্মূল, বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত পৃথিবী, জল সংরক্ষণের সচেতনতা প্রচার ইত্যাদি।সংস্থার শতবর্ষ উদযাপণের প্রধান ছিল বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, সাহিত্যিক শির্ষেন্দু মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা প্রখ্যাত সংগীতশিল্পী, বিশিষ্ট ক্রীড়াবিদ সুরজিৎ সেনগুপ্ত যা সংস্থার পক্ষ থেকে বিগত দিনেও সম্মান জ্ঞাপন করা হয়েছে।

এছাড়া মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য ১০ লক্ষ টাকার একটি চেক মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে তুলে দেওয়া হয়।সংস্থার সভাপতি শঙ্খ রায় চৌধুরী ও অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টের সাধারণ সম্পাদক সজল গাঙ্গুলি সহ সংস্থার সদস্য।আমাদের সংগঠনের ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে রাজ্যের প্রতিটি কোণ এবং কোণ থেকে সদস্যরা এই প্রোগ্রামে যোগ দেন। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা যে কোনও সংস্থার পক্ষে এটি একটি দুর্লভ মুহুর্ত। সংগঠনের সভাপতি শঙ্খ রায় চৌধুরী অনুষ্ঠান সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের ১১জন বাইক আরোহী মেদিনীপুর থেকে বেড়িয়ে গোটা বাংলা পরিক্রমা করে আজ এই অনুষ্ঠানে উপস্থিত হবে। তাঁরা আমাদের সংগঠনের সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। সাংবাদিকদের পক্ষে প্রশ্ন করা হয় বাজারে যে জাল ওষুধ বিক্রি হয় তার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষে থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উত্তরে তিনি বলেন, আমরা বিভিন্ন ভাবে ওষুধ বিক্রেতাদের সজাগ করছি যাতে তাঁরা জাল ওষুধ না বিক্রি করে। অনেক দোকানে ২৫ শতাংশ ছাড় দিয়ে ক্রেতাদের টানার চেষ্টা করে কিন্তু সেই ওষুধ কখনই সঠিক নয়। সরকার লাভের অংশ বেঁধে দিয়েছে। সরকার বলেছে ১৬ শতাংশ লাভ্যাংশ রাখতে হবে। সেখানে কি ভাবে ২৫ শতাংশ ছাড় দিতে পারে এটা ক্রেতাদের ভাবতে হবে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। আমরা কর্পোরেশনের সাথে হাতে হাত মিলিয়ে ডেঙ্গু মোকাবিলা করতে রাস্তায় নামবো। প্রচারে লঞ্চার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *