৫৭ বছরের হিন্দুস্থান ক্লাবের পুজোর খুঁটি পুজোয় মন্ত্রী চন্দ্রিমা থেকে শোভনদেব
তানিয়া সাহা, এবিপিতকমা, কলকাতা, ৮ই জুলাই ২০১৯ : দূর্গা পুজো আসতে আর খুব একটা বেশিদিন বাকি নেই। আর তাই এবার পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে খুঁটি পুজোর সাজ। সাম্প্রতিক গড়িয়াহাটের কাছে হিন্দুস্থান ক্লাবের খুঁটিপুজো হয়ে গেল। প্রতিবার হিন্দুস্থান ক্লাবের পুজোয় কিছু নতুনত্ব থাকে কারণ এই পুজো একেবারে দায়িত্ব নিয়ে করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫৭ বছরে পা দিল এই পুজো কিন্তু এই পুজোর সব থেকে বৈশিষ্ট হল ২০১৫ সাল থেকে এই পুজোর দায়িত্ব তুলে নিয়েছেন মহিলারা যার মূলে আছেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবছর এই পুজোর থীম সামাজিক বিষয় নিয়ে থাকে যার মধ্যে থাকে একটা সামাজিক সচেতনতার বার্তা। রথযাত্রার শুভ মুহুর্তকে এবছর খুঁটি পুজোর দিন হিসেবে বাছা হয়েছিল। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, মন্ত্রী ও উদ্যোক্তা চন্দ্রিমা ভট্টাচার্য, দাবারু দিব্যেন্দু বড়ুয়া, ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ দেবাশিস কুমার, মেয়র পারিষদ রতন দে, পুরপিতা সন্দীপ বক্সি, পুরমাতা পারমিতা চ্যাটার্জি সহ অনেকে।