প্রথম পাতা

সারাজীবন দূর থেকে ভালোবেসে যাবে নাকি নিজের করে পাবে? উত্তর “ও বন্ধু আমার”

রাজেন বিশ্বাস, এবিপিতকমা, কলকাতা, ১০ই অক্টোবর ২০১৯ : আদি হল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমন একজন মেধাবী ছেলে যার জন্য কলেজের প্রত্যেকটা মেয়ে পাগল। তার হাঁটাচলা, কথাবার্তা এমনকি তার মুচকি হাসি দেখার জন্য মেয়েরা তার আশেপাশে সারাদিন ঘোরাফেরা করে। প্রতিদিন মেয়েদের কাছ থেকে প্রপোশ পেতে পেতে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তার। কিন্তু সে কখনও কোনও মেয়ের প্রপোশালকে আমোল দেয় নি। কিন্তু একদিন সেই অঘটন’টাই ঘটে গেল তার জীবনে।

রুহী’কে প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গেল আদি। অনেক চেষ্টার পর মজার একটা ঘটনার মাধ্যমে তাদের প্রেমটা হয়ে গেল ঠিকই কিন্তু তারপরেই শুরু হল আসল বিপত্তি। রুহীর বাবার সাথে শত্রুতা মেটাতে কালিশঙ্কর রুহীর ওপর আক্রমণ করে বসলো এবং মাথায় আঘাত পেয়ে রুহী তার জীবনের ফেলে আসা দিনের সমস্ত কিছু ভুলে গেল, ভুলে গেল আদিকেও। এরপর শুরু হল আদির জীবনের আসল লড়াই। একদিকে তার ভালোবাসা ফিরে পাওয়ার লড়াই। অন্যদিকে রুহীকে কালিশঙ্করের আঘাত করার বদলা। শেষপর্যন্ত কি পারবে আদি তার ভালোবাসার মানুষকে সুস্থ করে তার স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি সারাজীবন দূর থেকে ভালোবেসে যাবে তাকে? জানতে হলে দেখতে হবে এস এস এন্টারপ্রাইজ

পরিবেশিত, সঞ্জয় দাস নির্দেশিত এবং গোপাল চৌধুরী প্রযোজিত ‘ও বন্ধু আমার’। ছবিতে অভিনয় করেছে মিত, ঋত্তিকা, আরুণ ব্যানার্জি, অনুরাধা রায়, মৌসুমি সাহা, খরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত, বিশ্বজিত চক্রবর্তী সহ অনেকে। জয়-অঞ্জন-এর সুরে এবং বেথুন বেরার কথায় ছবিতে গান গেয়েছেন কুমার শানু, যুবিন গার্গ, পালাক মুচ্ছাল, রাজ বর্মন, শান ও বিরিনা পাঠক। সাম্প্রতিক পার্ক সার্কাসে এক ট্রাম ডিপো রেস্তোরাঁয় ছবির গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক নায়িকা সহ অনেকে। প্রচারে : রিদ্যম এন্টারটেনমেন্ট, ছবি : রাজেন বিশ্বাস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *