প্রথম পাতাস্বাস্থ্য

বহুভাবে সামাজিক মানবসেবা করে চলেছে জেনেসিস হাসপাতাল, কসবা

অম্বর ভট্টাচর্য্য, তকমা নিউজ, কলকাতা, ১২ই জুলাই ২০২৩ : সব্যসাচী ডাক্তার পূর্ণেন্দু রায় এর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে জেনেসিস গ্রুপ অফ হসপিটালস ।
দুরূহ অপারেশন কে সাবলীল ভঙ্গিতে সফল করার দক্ষতায় এই জটিল সময়েও জেনেসিস হসপিটাল কে এক বিতর্ক হীন দৌড়ে এগিয়ে রেখেছেন তিনি। অক্লান্ত পূর্ণেন্দু দিনের পর দিন, বছরের পর বছর নামমাত্র দক্ষিণায় সেরা পরিষেবা দিয়ে যাচ্ছেন তাঁর জেনেসিস হসপিটাল এর মাধ্যমে। অপারেশন টেবিলে দু হাত সমান ভাবে চলা ডাক্তার পূর্ণেন্দু কিন্তু শুধু সেকারণেই সব্যসাচী নন। ল্যাপ্রস্কপি অপারেশনের অগ্রদূত এই সার্জেন কিন্তু সমাজের নানা অসুখ নিরাময়েও বদ্ধ পরিকর। তাই তো তিনি ছুটে যান সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বাঘের পেটে যাওয়া মানুষ গুলোর বিপন্ন পরিবারগুলোর পাশে। গড়ে তোলেন ” টাইগার উইডো ” প্রজেক্ট।

আর এবার জেনেসিস এর মুকুটে যোগ হলো নতুন পালক । অন্যতম ডিরেক্টর অলিভিয়া ডানলপ এর উদ্যোগে জেনেসিস নিয়ে এলো কলকাতার প্রথম হেলথ কাফে ” Cafe Ecclesiastes” ,যেখানে ক্যালোরি মেপে বানানো হচ্ছে হরেক রকম দেশ বিদেশের রেসিপি ……মিলন হচ্ছে নিত্য নতুন স্বাদের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টির।
সম্প্রতি ডক্টরস ডে উপলক্ষে জেনেসিস হসপিটাল এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার এক বহুতারা হোটেলে । কভিড – কালে মানবসেবায় নিয়োজিত ডাক্তারদের লড়াই কে কুর্নিশ জানাতে মূলত এই অনুষ্ঠান। সেই সঙ্গে আরো একটি উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হলো। এই হাসপাতালে সমস্ত রকম দূরূহ E N T অপারেশন করা হয় খুব ই কম খরচে। অন্যতম ডিরেক্টর ও ট্রাস্টি মেম্বার শ্রীমতি অলিভিয়া ডানলপ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *