বিনোদন

ইরানে গৃহযুদ্ধের সময়ের বাস্তবতা নিয়ে তৈরি আমির আতাহার-র ছবি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই নভেম্বর ২০১৯ : ইরাক ৮ বছর ধরে ইরানের সাথে যুদ্ধ করে, এরপর যুদ্ধ শেষ হলে ইরানে গৃহযুদ্ধ বেঁধে যায়। প্রায় ৭দিন চলে এই গৃহযুদ্ধ। ঠিক সেই সময়ের উপর দাঁড়িয়ে ইরান ভাষায় আমির আতাহারের স্বল্পদৈর্ঘ্যের ৮০ মিনিটের ছবি “ওমেন রান উইথ দ্য ওলফ জানানি কে বা গরগা”। জালাহ-র স্বামী ইরানের হয়ে যুদ্ধে সামিল হয়েছে। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু স্বামী ঘরে না ফেরায় জালাহ স্বামীর খোঁজে যুদ্ধ শিবিরে যায়। কিন্তু সেখানে গিয়ে জালাহ ধরা পড়ে যায়। জালাহ বোঝে আবার যুদ্ধ বেঁধে গেছে। এদিকে জালাহ অন্তঃসত্তা হওয়ার কারণে কিছুটা ভীত হয়ে পড়ে। এদিকে জালাহ-র ভাই সেখানে তাঁকে দেখতে পেয়ে খবর দেয় জালাহ-র স্বামী ইরাকিদের হাতে বন্দী হয়েছে। জালাহ এই অবস্থায় কি করবে নিজেই বুঝে উঠতে পারে না।

এবারের চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্দেশক আমির আতাহার ও ছবির প্রযোজক মহঃ রেজা শাহারাফোলদিন। আমির জানায় সরকারকে তৎপর করতে এই ছবি তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয় ইরান সরকার ইরানে তৈরি ছবি নিয়ে মাথা ঘামায় না। তবুও ইতিহাস নিয়ে মানুষকে সচেতন করতে এই ছবি তৈরি করেছি।একটা কথা বলতে খুব ইচ্ছা করছে বিভিন্ন দেশের সাংবাদিকরা ইরান নিয়ে যে সংবাদ পরিবেশন করেন তার কোনটাই সত্য নয়। এটা হতে পারে সাদ্দাম হোসেন যখন ছিলেন তিনি ইরানের দখল নিতে যুদ্ধ করতেন কিন্তু আমরা ইরানবাসীরা বেশ আনন্দে আছি, বেশ ভাল আছি। আমাদের জীবন অনেক শান্তির ও আনন্দের। আমাদের দেশে কোন ক্ষোভ নেই, বিদ্বেষ নেই। ছবিতে জালাহ-র ভুমিকায় অভিনয় করেছে লাইয়া জানগানেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *